অহিদুজ্জামান অহিদ, সভাপতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। রায়পুরা মডেল কলেজের পক্ষ থেকে আমি সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষা বিস্তারে রায়পুরা মডেল কলেজ একটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি আদর্শ ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে গড়ে তুলতে। আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের সমন্বয়ে গঠিত একটি প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়তে সক্ষম। এই লক্ষ্যেই আমাদের এই প্রতিষ্ঠানে পাঠদান, চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি কলেজের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই—তোমরা মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করো, নিয়ম-শৃঙ্খলা মেনে চলো, শিক্ষক-অভিভাবকদের সম্মান করো এবং একজন আদর্শ নাগরিক হয়ে উঠার জন্য নিজেকে প্রস্তুত করো। পরিশেষে, আমি রায়পুরা মডেল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন। ধন্যবাদান্তে, অহিদুজ্জামান অহিদ সভাপতি রায়পুরা মডেল কলেজ রায়পুরা, নরসিংদী
